ব্লগিং করে অনলাইন থেকে ইনকাম করুন
আপনি কি অনলাইন থেকে ইনকাম করার জন্য রাস্তা খুঁজছেন?
বর্তমান সময়ে অনলাইন থেকে আয় করার সবচাইতে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ব্লগিং করা।
কিভাবে ব্লগিং শুরু করবেন
আপনি খুব সহজেই blogger.com এর মাধ্যমে একটি সাব ডোমেইন নিয়ে ব্লগিং শুরু করতে পারেন।
আপনার পছন্দ অনুযায়ী যে কোন বিষয়ে কনটেন্ট বা আর্টিকেল লিখে পাবলিশ করতে পারেন আপনার ব্লগে।
আর্টিকেল অবশ্যই তথ্যবহুল হতে হবে। আপনার লেখা পড়ে যদি কোন ভিজিটর উপকৃত হয় তবেই সেই ভিজিটর পুনরায় আপনার ব্লগ সাইট ভিজিট করবেন।
আপনাকে নিয়মিত ব্লগে পোস্ট করতে হবে যখন আপনার ব্লগ টি মোটামুটি রান হয়ে যাবে তখন আপনি এটিতে গুগোল এডসেন্স এর জন্য আবেদন করবেন।
আপনার ব্লগে এডসেন্স পাওয়ার পর নিয়মিত পোস্ট করবেন যত বেশি কনটেন্ট বা আর্টিকেল থাকবে ততো বেশি ভিজিটর আসবে আপনার ব্লগ সাইটে।
Online income source by blogger
আপনি একটি কাস্টোম ডোমেইন অ্যাড করে আরো খুব সহজে ব্লগার সাইটকে সৌন্দর্যময় করে তুলতে পারবেন।
গুগল এডসেন্স পাওয়ার পর আপনার প্রতিটি আর্টিকেল বা কনটেন্ট এ বিজ্ঞাপন দেখাবে।
যখন কোন ভিজিটর উক্ত বিজ্ঞাপনে ক্লিক করবে তখন আপনার গুগোল অ্যাডসেন্সে নির্দিষ্ট পরিমাণ টাকা আয় হবে।
এটি খুবই সামান্য এবং অল্প অল্প করেই বৃহৎ আকার ধারণ করে।
ধরুন প্রতিদিন আপনার ব্লগ সাইটে এক হাজার ভিজিটর আসলো।
এখান থেকে প্রায় 100 লোক বিভিন্ন কারণে গুগল এডসেন্সের বিজ্ঞাপনে ক্লিক করবে। তাহলে এর থেকে আপনার ভালো একটি ইনকাম হওয়ার আশঙ্কা থাকে।
যদি আপনার সাইট বাংলা আর্টিকেল পাবলিশার হয় তাহলে ইনকাম কিছুটা কম হবে।
তবে যদি আপনি ইংরেজি ভালো মানের আর্টিকেল লিখতে পারেন তবে সেই সাইট থেকে প্রতি ক্লিকে 1 ডলারের উপর ইনকাম হওয়া সম্ভব।
ব্লগার হচ্ছে গুগলের একটি সার্ভিস।
এটি একটি মুক্ত পেশা অর্থাৎ ফ্রিল্যান্সিং।
যারা ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে ইনকাম করতে চান তাদের জন্য ব্লগ সাইটস প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আপনি নিয়মিত ব্লগে পোস্ট করলে আপনার সাইট গুগলের অ্যাড করবে।
এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখলে খুব সহজেই আপনার আর্টিকেল ভিজিটরের কাছে পৌঁছে যাবে।
একটি ব্লগ সাইট আপনার সারা জীবনের ইনকামের পথ তৈরি করে দিতে পারে।
অনলাইন থেকে টাকা ইনকামের সবচেয়ে সহজ এবং সুন্দর মাধ্যম হচ্ছে ব্লগার।
এবং ব্লগার এর মাধ্যমে আপনি আপনার নিজের পরিচিতি ও বাড়াতে পারবেন।
বর্তমানে অনেকেই গুগল এর ব্লগার নিয়ে কাজ করে।
আপনি যে আর্টিকেলটি পড়ছেন এটিও ব্লগের মাধ্যমে লেখা।
আমি বহুদিন যাবৎ ব্লগিং এর সাথে সংযুক্ত।
অনেকগুলো গুগল এডসেন্স আমার মাধ্যমে অর্জন করতে সক্ষম হয়েছি।
প্রাথমিকভাবে আমি গুগল অ্যাডসেন্স পাওয়ার পর সেগুলো বিক্রি করে দিতাম।
বর্তমানেও আমি নতুন নতুন সাইডে গুগল এডসেন্স নিয়ে সেগুলো বিক্রি করে দিচ্ছি।
এর থেকে মোটামুটি ভালো ইনকাম হচ্ছে প্রতিটি সাইট 8 থেকে 10 হাজার টাকায় বিক্রি করা সম্ভব।
একটি ব্লগ সাইটে 20 থেকে 25 টি আর্টিকেল পাবলিশ করার পর এডসেন্স এর জন্য এপ্লাই করা উত্তম।
এবং এডসেন্স পেয়ে গেলে নিয়মিত প্রতিদিন কমপক্ষে একটি আর্টিকেল পাবলিশ করে যেতে হবে।
তাহলে খুব সহজে আপনার সাইট গুগলে রেংক পাবে যদি আপনার সাইট গুগোল এ একবার রেংক পেয়ে যায় তাহলে আপনারা এর উৎস নিজে নিজেই তৈরী হয়ে যাবে।
মনে রাখবেন ব্লগে নিজে লিখেই আর্টিকেল তৈরি করতে হবে কারো আর্টিকেল কপি বা চুরি করে ব্লগে পাবলিশ করা যাবে না।
ব্লগিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করুন
এতে করে কখনো আপনি ব্লগের উন্নতি সাধন করতে পারবেন না।
আপনি যে বিষয়ে পারদর্শী বা নিজে যে বিষয়ে আপনার জ্ঞান আছে সেই বিষয় নিয়ে ব্লগে লেখালেখি করুন আপনি যতোটুকু জানুন সেটুকুই লিখুন।
আপনি যদি মনে করে থাকেন অন্যের আর্টিকেল কপি করে আপনার ব্লগ সাইটে চালিয়ে দিবেন তাহলে ভুল ভাবছেন গুগোল এর চোখ ফাঁকি দেওয়া সম্ভব।
ব্লগিং সম্পর্কে যে কোন সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজে
গুগলে আমাকে সার্চ করুন Naimul Hossain