ব্লগ থেকে কিভাবে আয় করা যায়?How To earn Money From Blog.
আমার অনেকে আছি যারা অনলাইন থেকে ইনকাম করতে চাই।অনলাইন থেকে ইনকাম করা, এই কথাটা সচারচার সবার মুখে শোনা যায়।কিন্তু কত জন লোক আসলে অনলাইন থেকে ইনকাম করে পারে?
অনলাই থেকে ইনকাম করতে পারে শতকরা ৭০% লোক।বাকি ৩০% ফেল করে। এটা সবাইকে মেনে নিতে হবে।
আজকে আমি আপনাদের বলবো কিভাবে,আসকলে ব্লগ সাইট থেকে ইনকাম করতে পারেন খুব সহজে।!
ব্লগ থেকে আয় করার সহজ ৩টি মাধ্যম নিয়ে। আজকে আলোচনা করবো।
#১/ব্লগ থেকে আপনি করো প্রডাক্ট সেল করে আয় করতে পারেন।
প্রথমে এই মাধ্যমে আয় করার জন্য আপনাকে আপনার যে ব্লগ সাইটি আছে।সেটাকে সুন্দর ভাবে সাজাতে হবে।সাথে আপনার সাইটে পর্যাপ্ত পরিমার ভিজিটর থাকতে হবে।কেননা ভিজিটর হলো একটা সাইটের প্রান।তাই অব্যসুই আপনার সাইটে ভিজিটর থাকা লাগবে।
এর পরে আপনাকে একটা অ্যাফিলিয়েট করতে দেয়, এমন কিছু সাইট বা অ্যাপ খুজে বের করতে হবে।যেমন Daraz com। তাপরে সেই সাইটে আপনার একটা অ্যাফিলিয়েট একাউন্ট তৈরি করতে হবে।তারপরে আপনার সাইটে আসলে কোন ধরনে প্রডাক্ট সেল হবে বা ক্লিক পরবে সেই সকল প্রডাক্ট নিয়ে। আপনার সাইটে লিখতে হবে।
যখন কোনো লোক আপনার ওই লিংকে ক্লিক করে, প্রডাক্টটি বাই বা ক্রয় করবে।তখন আপনাকে কিছু কমিশন দেওয়া হবে।এবাবে আপনি ব্লগ সাইট থেকে আয় করতে পারেন।
#২/আপনার সাইটটিকে গুগল অ্যাডসেন্স মাধ্যমে আয় করতে পারেন
গুগল এডসেন্স থেকে আয় করার মাধ্যমে এটা একটা স্মার্ট মাধ্যম। এখান থেকে খুব সহজে আপনারা আসলে আপনার যে সাইট টা আছে সেটা থেকে ইনকাম করতে পারবেন।এটা ইনকামের মাধ্যম হচ্ছে আপনার সাইটটিকে সুন্দরভাবে সাজাতে হবে এবং সুন্দর একটি টেমপ্লেট আপনার সাইটে ব্যবহার করতে হবে।
তারপর আপনার সাইটের পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ ত্রিশটা বা 35 টা পোস্ট করতে হবে। অবশ্যই মনে রাখবেন পোস্টগুলা জানে ইউনিক হয় অর্থাৎ আপনার লেখা হয় পোস্টগুলা। তারপর আপনার সাইটটিকে গুগল এডসেন্সের মাধ্যমে মনিটাইজেশন করতে হবে। এবং সেখানে ডিসপ্লে অ্যাড বসাতে হবে এবং সেইখান থেকে আপনাদের ইনকাম জেনারেট হবে। এটা একটা স্মার্ট মাধ্যম ব্লগ থেকে আয় করা।
আর অবশ্যই মাথায় রাখবেন আপনার সাইটে পর্যাপ্ত পরিমান ভিজিটর থাকতে হবে। আপনার সাইটে যদি ডেইলি 3000 ট্রাফিক বা তার বেশি থাকে তাহলে আপনার খুব সুন্দর ভাবে আসলে এখান থেকে ভালো একটা এমাউন্ট আসলে আপনারা ইনকাম করে নিতে পারবেন।
#৩/আপনার সাইটটি অনেক বড় করে, সেটাকে সেল করে আয় করতে পারেন।
এটার মাধ্যমে ইনকাম করাটা খুব সহজ একটি মাধ্যম।প্রথমত শর্ত হচ্ছে আপনার সাইটটা অনেক বড় হতে হবে এবং কোয়ালিটি ফুল হতে হবে অবশ্যই। ইন্টারন্যাশনাল বাজারে আসলে কোয়ালিটিফুল সাইটের অনেক দাম।
আপনার সাইটে যদি পর্যাপ্ত পরিমান ভিজিটর থাকে এবং সেখানে যদি আপনারা খুব ভালো ভালো পোস্ট করেন এবং সাইটে যদি রেংকিং এ নিয়ে আসতে পারেন। আপনাদের ডেইলি ট্রাফিক অ্যাভারেজ যদি আপনাদের 20 থেকে 30 হাজার পার মান্থ হয়ে থাকে। তাহলে আপনার এই সাইটটা খুব সহজেই হিউজ একাউন্ট দিয়ে আপনারা সেল করে নিতে পারবেন।
#তো আপনার এই তিনটি মাধ্যম ফলো করে আসলে আপনারা ব্লগ থেকেই একটা ইনকাম করতে পারবেন। ধন্যবাদ