ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করবেন।earn Money From Facebook 2022
ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম।এটি পুরো বিশ্বজুড়ে জনপ্রিয়।ফেসবুক ব্যবহার করে না,এমন লোকজন খুব কম রয়েছে।ফেসবুক ব্যবহার করে,কিশোর,কিশোরী,বৃদ্ধ,ধনি,গরিব সকল শ্রেনির মানুষ।তো এই ফেসবুক ব্যবহার করে যদি আপনি আপনার ব্যাংকে টাকা আসে।তাহলে কেমন হয়?
হ্যা আজকে আপনাদের সেটাই বলবো।কিভাবে আপনি খুব সহজে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন।
ফেসবুক থেকে কিভাবে টাকা আয় করবেন, নিচে আলোচনা করা হলো
ফেসবুক পেজের মাধ্যমে আপনি টাকা আয় করতে পারবেন।
প্রথমে আপনাকে সুন্দর ভাবে, একটি ফেসবুক পেজ তৈরি করতে হবে।আপনি যদি ফেসবুক পেজ খুরতে না পারেন, তাহলে আপনি ইউটিউব বা গুগলে গিয়ে সার্চ দুবেন,কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয়ে।সেখান থেকে দেকে দেখে আপনি একটি পেজ তৈরি করে নিবেন।
তারপরে আপনি সেই পেজে, প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট আপলোড করবেন।এবং সেই ভিডিও গুলো আপনাদের বন্ধদের কাছে সেয়ার করবেন।যখন দেখবেন আপনার পেজে, ভালো রিচ হচ্ছে,তখন আপনি যেকোনো ধরনের স্পনসার পাবেন।যার ফলে সেখান থেকে আপনার ভালো পরিমান ইনকাম হবে।
ফেসবুকে ভিডিও আপলোড করে আয়
ইউটিউব ের মত ফেসবুকে, আপনি ভিডিও আপলোড করে আয় করতে পারবেন।ফেসবুক কর্তিপক্ষ এটি নতুন ভাবে চালু করেছেন।যেখানে আপনি আপনার পেজের মাধ্যমে ভিডিও আপলোড করে আয় করতে পারবেন।
এটু করার জন্য আপনাকে ফেসবুকের কিছু নিয়ম ফলো করতে হবে।যেমন আপনার ভিডিওতে অ্যাড লোড বা মনিটাইজেশন পাওয়ার জন্য ১০'০০০ ফলোয়ার এবং ৩০'০০০ ওয়াসটাইম,(২ মাসের মধ্যে) পুরন করতে হবে।যার ফলে আপনি আপনার পেজটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপলাই করতে পারবেন অন্যথায় মনিটাইজেশন করতে পারবেন না।
আপনার পেজটি যখন মনিটাইজেশন কম্পিট হবে।তখন আপনার ভিডিওর ভেতরে কিছু অ্যাড লোড নিবে।সেখান থেকে আপনার আয় হবে।আর আপনার ভিডিওতে যত বেশি ভিউ, হবে তত বেশি আপনি আয় করতে পারবেন।
ফেসবুক অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারবেন:
ফেসবুকে অ্যাফিলিয়েট মার্কেটিং একটি জনপ্রিয় মাধ্যম টাকা আয়ের।অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনাকে প্রথমে কিছু, অ্যাপ প্লেস্টোর থেকে ইন্সটল করে নিতে হবে।যেমন,AliBaba.com,Daraz,এইরকম কিছু অ্যাপ।
এটাই আপনাকর একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।তাপরে আপনকে তাদের প্রডাক্ট গুলো সেল করে দিতে হবে।যার মাধ্যে আপনি কিছু কমিশন পাবেন।আবার আপনি এমন করতে পারেন,যে ২০০ টাকার একটি প্রডাক্ট নিলেন এবং সেটাকে আপনি ৩০০বা ৩৫০ টাকা দিয়ে সেল করলেন।সেকান থেকে আপনার ভালো পরুমান ইনকাম হয়ে গেল।