অনলাইনে প্রত্যয়ন পত্র ও নাগরিক সনদপত্র আবেদনের নিয়ম
অনলাইনে প্রত্যয়ন পত্র ও নাগরিক সনদপত্র আবেদনের নিয়ম
ডিজিটাল বাংলাদেশের প্রায় সবকিছুই বর্তমানে অনলাইনে পাওয়া যায়। তেমনি আপনি প্রয়োজনীয় অনেক কাগজপত্র অনলাইনে ঘরে বসে পেয়ে যেতে পারেন মুহূর্তের মধ্যে।
বর্তমানে সরকারি প্রায় সকল কার্যক্রম অনলাইনে ডিজিটাল ভাবে করা হচ্ছে।
মোবাইল দিয়ে প্রত্যয়ন পত্র আবেদন এর নিয়ম
তারই ধারাবাহিকতায় প্রত্যয়ন https://prottoyon.gov.bd এর যাত্রা শুরু হয়েছে।
এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় প্রত্যায়ন পত্র ডাউনলোড করে নিতে পারবেন।
আগে আমাদেরকে চেয়ারম্যানের সার্টিফিকেট, নাগরিকত্ব সনদ, মৃত্যু সনদ, উত্তরাধিকার সনদ, এতিম সনদ, চাকরির সনদ, সহ বিভিন্ন প্রত্যয়ন পত্রের জন্য চেয়ারম্যান-মম্বার, কাউন্সিলর অফিসে ঘোরাঘুরি করতে হতো, তবুও সময় মতো সব কিছু পাওয়া যেত না।
জরুরি মুহূর্তে প্রয়োজনের ক্ষেত্রে যখন আপনি এগুলো পাবেন না তখন অনেক ক্ষতি হয়ে যেতে পারে।
জরুরি মুহূর্তে এইসকল সনদপত্র আপনি অনলাইন থেকে পেয়ে যেতে পারেন খুব সহজেই।
প্রত্যয়ন পত্রের জন্য আবেদনঃ
প্রত্যয়ন পত্রের জন্য অনলাইনে আবেদন করার নিয়মঃ
তার জন্য আপনাকে প্রথমে https://prottoyon.gov.bd এই সাইটে প্রবেশ করে একটি প্রোফাইল তৈরি করে নিতে হবে।
Prottoyon
https://prottoyon.gov.bd
আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে ২টি সিটি কর্পোরেশন, ২২টি পৌরসভা ও 265 টি ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়েছে।
নিবন্ধিত নাগরিকের সংখ্যা 2 লক্ষ 44 হাজার 918 জন।
এই পর্যন্ত সনদ সেবা গ্রহণ করেছে 60 হাজার 422 জন
প্রতিনিয়ত এখানে নিবন্ধনের সংখ্যা বেড়ে চলছে যেসকল ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন এখনো এখানে নিবন্ধিত হয়নি তারা খুব দ্রুতই নিবন্ধিত হবে।
অনলাইনে চেয়ারম্যান সার্টিফিকেট
চেয়ারম্যান সার্টিফিকেট অনলাইনে
প্রত্যয়ন পত্র অনলাইনে আবেদন
চেয়ারম্যান সার্টিফিকেট অনলাইন
প্রথমে এখান থেকে ফ্রী একাউন্ট খুলুন অপশনে ক্লিক করতে হবে।
তারপর নাগরিক অথবা প্রশাসন দুইটি অপশন আসবে আপনি নাগরিক অপশনে ক্লিক করে আপনার নিবন্ধন সম্পন্ন করুন।
প্রত্যয়ন পত্রের জন্য অনলাইনে আবেদন
প্রত্যয়ন পত্রের জন্য নিবন্ধন
এখান থেকে আপনি আপনার জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র দিয়ে নিবন্ধন করতে পারবেন।
সাধারণভাবে ও নিবন্ধন করতে পারবেন। তবে এই ক্ষেত্রে এখান থেকে সনদপত্র আবেদনের সময় আপনাকে আপনার প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
উপরে জাতীয় পরিচয় পত্র অপশনে ক্লিক করলে জাতীয় পরিচয় পত্র দিয়ে এখানে নিবন্ধন করতে পারবেন। আপনার জাতীয় পরিচয় পত্রের 10 অথবা 17 ডিজিটের নাম্বারটি এখানে দিন। আপনার জন্ম সাল, মাস ও তারিখ সিলেক্ট করুন, আপনার সকল মোবাইল নম্বরটি প্রদান করুন এবং নিচে নিবন্ধন অপশনে ক্লিক করুন। এবার আপনার জাতীয় পরিচয় পত্রের সকল তথ্য এখানে দেখাবে। আরো প্রয়োজনীয় তথ্য যুক্ত করে সাবমিট করুন। আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি পালন করা হবে সেটি নির্দিষ্ট জায়গায় দিন, মোবাইল নাম্বারটি আপনার ইউজারনেম হিসেবে ব্যবহৃত হবে, পছন্দ অনুযায়ী একটি পাসওয়ার্ড সিলেক্ট করুন। সবকিছু ঠিক থাকলে আপনার নিবন্ধন সম্পন্ন করুন। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর লগইন করুন। এখন সরাসরি আপনার ড্যাশবোর্ড দেখতে পারবেন।
প্রত্যয়ন পত্র অনলাইনে আবেদন
চেয়ারম্যান সার্টিফিকেট অনলাইন
প্রত্যয়ন পত্রের আবেদন ড্যাশবোর্ড
প্রত্যয়ন পত্র আবেদন
এবার আপনার ফেসবুক থেকে আপনি আপনার প্রয়োজনীয় সকল কিছু নিয়ন্ত্রন করতে পারবেন।
এখান থেকে আপনি আপনার তথ্য সংযোজন ও বাদ দিতে পারবেন।
এবার নিচের দিকে ক্রল করুন।
নাগরিক সনদপত্র
উত্তরাধিকার সনদ
এখন এখানে আপনি আপনার প্রয়োজনীয় সকল সনদপত্রের জন্য আবেদন করতে পারবেন।
নিচ থেকে আপনার প্রয়োজনীয় সনদপত্রের জন্য আবেদন করতে সেটির উপর ক্লিক করুন।
এখানে আপনি চারিত্রিক সনদ, ভূমিহীন সনদ, নাগরিকত্ব সনদ, বেকার সনদ, জাতীয় সনদ, উত্তরাধিকার সনদ, এতিম সনদ, প্রতিবন্ধী সনদ, অধিবাসী সনদ সহ আরও প্রয়োজনীয় সনদ এর জন্য আবেদন করতে পারবেন।
চেয়ারম্যান সার্টিফিকেট
প্রত্যয়ন গ্রহণের জন্য আবেদন
প্রত্যয়ন পত্র অনলাইনে আবেদন
চেয়ারম্যান সার্টিফিকেট অনলাইন
এখানে আপনি আপনার সনদের সঙ্গে কি কি সংযুক্তি হবে সেটি দেখতে পারবেন নিচে টিক চিহ্ন দিয়ে আবেদন করুন।
কাউন্সিলর প্রত্যয়ন পত্র
প্রত্যয়ন পত্রের সাধারণ তথ্য এখানে দেখতে পারবেন
এখানে আপনার নাম, পিতা ও মাতার নাম, আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা, মোবাইল নাম্বার ও ইমেইল এড্রেস এবং এনআইডি কার্ড নাম্বার দেখতে পাবেন।
বিঃ দ্রঃ আমার ইউনিয়নে এই সেবা এখন অন্তর্ভুক্ত হয়নি অর্থাৎ আমার ইউনিয়ন পরিষদ এখনো এই সাইটে নিবন্ধন করেনি তাই উপরে লেখা আসছে।
আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা আপাতত ইউনিয়ন, কাউন্সিলর অফিস এই সেবা প্রদান করছে না।
এখনো সকল ইউনিয়ন, পৌরসভা, সিটি করপোরেশন, কাউন্সিলর অফিস এখানে নিবন্ধিত হয়নি। তাই আপনি এখন এই সেবা না ও পেতে পারেন।
নাগরিক সনদ পত্রের আবেদন ফি
প্রত্যয়ন পত্রের আবেদন ফি
এখান থেকে যেকোন সনদ নেওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণ আবেদন ফি পরিশোধ করতে হবে।
আবেদন ফি পরিশোধ করার জন্য পরিশোধ অপশনে ক্লিক করুন।
অনলাইন প্রত্যয়নপত্র আবেদন ফি
প্রত্যয়ন পত্রের জন্য আবেদন এর মাধ্যম
চেয়ারম্যান সার্টিফিকেট অনলাইন
প্রত্যয়ন পত্র অনলাইনে আবেদন
এখান থেকে আপনি বিকাশ, রকেট, নগদ, টেপ, ওকে ওয়ালেট, সহ বিভিন্ন ব্যাংকের কার্ড ও ব্যাংক একাউন্ট, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে পারবেন।
আবেদন ফি পরিশোধ করার পর আপনার প্রত্যয়ন পত্র টি ডাউনলোড করুন এবং প্রিন্ট করে নিন।