প্রধান মএী শেখ হাসিনা খাবর নিয়ে যেতে দিচ্ছে না কেন?
প্রধান মএী শরখ হাসিনা কেন খাবর নিয়ে যেতে দিচ্ছে না?
এবং প্রধান মন্এী সিলেটে গিয়ে কি কি করছে?
আপনারা জানেন যে সিলেটে বন্যার পানিতে খুব বাজে আবস্থা।এই খারাপ সময়ে আমাদের দেশের অনেক যুবকরা,এান দিচ্ছে।আর এর মধ্যে থেকে ত্রান ৃঅনেকে পাচ্ছে আবার অনেকে পাচ্ছে না।এত খারাপ আবস্থা সিলেটের।
এর মধ্যে শুনরাম যে সিলেট দেখতে আসছে জননী প্রধান মএী শেখ হাসিনা।তার আসাতে সিরেট বাসির অনেক ভালো হয়েছে।এখন এই ভালোর মধ্যে আবার খারাপ সংবাদ।সেটা হচ্ছে প্রধান মন্এী আসার জন্য যেসকল যুবক ভাইয়ারা এান দিতে ছিল তারা দিতে পারছে না।কারন সকল প্রকার গাড়ি চলাফেরা বন্ধ করে দেওয়া হয়েছে। যার কারনে এান দিতে সমস্যা হচ্ছে।তবে এখন সকল সমস্যার সমাধান হয়ে গেছে।
এবার আসুন সিলেটে প্রধান মনএী শেখ হাসিনা কি কি করছে?
মাননীয় প্রধান মনর্এী শেখ হাসিনা সিলেট গিয়েছে,কিন্তু সকলর কিছু তিনু দেখেছেন হেলিকাপ্টার থেকে।এখানে হেলিকাপ্টারে দেখে আসলে ভালো ভাবে বোঝা যায় না,সেখানকার আবস্থা।তিনি হেলিকাপ্টারে সকল কিছে দেখেছেন এবং এান দিয়েছে।অনেক মানুষকেই এান দিয়েছে তিনি।তাপরে সিলিটের আবস্থা যেন সাভাবিক হয়, সেজন্য তিনি জিয়ারত করছেন।